বিমান থেকে কে আগে নামবেন তা নিয়ে দুই নারীর ঝগড়া, হাতাহাতি

ব্রিট বাংলা ডেস্ক : বিমান থেকে কে আগে নামবেন তা নিয়ে তুমুল ঝগড়া করেন অ্যামেরিকান এয়ারলাইনসের দুই নারী যাত্রী। তাদের সেই ঝগড়ার ভিডিওটি এরইমধ্যে ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। গত রোববার ওই বিমানটি লস এঞ্জেলস থেকে অ্যারিজোনার ফিনিক্স স্কাই হারবর বিমানবন্দরে পৌঁছায়। এসময় নামতে গিয়েই ওই ঝগড়ার সৃষ্টি যা এক পর্যায়ে হাতাহাতিতে গিয়ে থামে। ওই ভিডিওটি ধারণ করেছেন অ্যানি ভিক্টোরিয়া রোজ নামের আরেক যাত্রী। তিনি বলেন, বিমান থামতে না থামতেই এই ঝগড়া শুরু হয়। এই ঝামেলার কারণে আধাঘন্টা বিমানে আটকে থাকতে হয়েছে আমাকে। তিনি ভিডিওটি আপলোড করেছেন ইনস্টাগ্রামে।
ঘটনার আরো একটি ভিডিও ধারণ করেছেন অন্য এক যাত্রী।

এতে শোনা যায়, সেখানে থাকা বিমানবালা পুলিশ ডাকার কথা বলছেন। ওই যাত্রী জানান যে, বিমানে ওঠার পর বসার আসন নিয়ে এর আগেও দুই নারী তর্ক করেছিলেন। ঘটনায় কেউ আহত হননি।

Advertisement