বিয়ের জন্য আমি এখনও পরিণত নই : অনন্যা পান্ডে

বলিউডের নায়ক-নায়িকাদের ঘিরে প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। তবে দু-একজন ব্যতিক্রম ছাড়া কেউই প্রেমের বিষয়টি স্বীকার করেননি।এই যেমন বলা যায়, আদিত্য রায় কাপুর ও অনন্যা পান্ডের কথা। কয়েক মাস ধরেই বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে তাদের প্রেমের খবর। কিন্তু অনন্যা বা আদিত্য কেউই তাদের প্রেমের কথা স্বীকার করেননি।সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এখনও আমার বিয়ের বয়স হয়নি, আমি বিয়ের জন্য পরিণত নই। আপাতত বিয়ে নিয়ে পরিকল্পনা নেই।শিগগিরই ‘ড্রিম গার্ল টু’ সিনেমায় আয়ুষ্মান খুরানার সঙ্গে দেখা যাবে অনন্যা পান্ডেকে। সিনেমাটি নিয়ে অনন্যা বলেন, এতে আমি বেশ মজার একটি চরিত্রে অভিনয় করেছি। আমার চরিত্রকে ঘিরেই সবকিছু হতে থাকে। তবে ছবিতে অনেক চমক আছে। তাই এটা নিয়ে বেশি কথা বলতে চাই না।সামনে বিক্রমাদিত্য মোতওয়ানির সিনেমায় দেখা যাবে অনন্যাকে। এটি নিয়ে খুব আশাবাদী অভিনেত্রী। মনে করছেন, এই সময়ের হিন্দি সিনেমার অন্যতম সফল পরিচালকের সঙ্গে কাজের অভিজ্ঞতা তার ক্যারিয়ার সমৃদ্ধ করবে।

Advertisement