ব্রিট বাংলা ডেস্ক : বিশ্বজুড়ে চার লাখের বেশি করোনা ভাইরাস (কভিড-১৯) আক্রান্তের মৃত্যু হয়েছে। জন হপকিন্স ইউনিভার্সিটির উপাত্ত অনুসারে, রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটিতে নিশ্চিত আক্রান্ত হয়েছেন ৬৯ লাখ ১৬ হাজার ২৩৩ জন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৪ লাখ ২২৫ জন। তবে গবেষকদের আশঙ্কা ভাইরাসটিতে প্রকৃত আক্রান্ত ও মৃতের সংখ্যা আরো অনেক বেশি। পরীক্ষার হার, সরকারি তালিকায় সংযুক্তি ও তথ্য গোপনের উপর এর মাত্রা নির্ভর করে। এদিকে, বিশ্বজুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৩০ লাখ ৯৬ হাজার ৩২৮ জন করোনা রোগী। গত ডিসেম্বর চীনের উহানে প্রথম ধরা পড়ে প্রাণঘাতী এই ভাইরাস। এরপর থেকে অন্তত ১৮৮টি দেশ বা অঞ্চলে এর বিস্তার ঘটেছে।
জন হপকিন্সের উপাত্ত অনুসারে, বিশ্বে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত, মৃত ও সুস্থের দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র।
এখন অবধি সেখানে নিশ্চিত আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ২০ হাজার ৬১ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৯ হাজার ২ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখের বেশি।
মৃতের হিসাবে যুক্তরাষ্ট্রের পরই রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য (৪০,৪৫৮), ব্রাজিল (৩৫,৯৩০), ইতালি (৩৩,৮৪৬), ফ্রান্স (২৯,১৪৫)। সর্বশেষ তথ্যানুসারে, আক্রান্তের হিসাবে যুক্তরাষ্ট্রের পর রয়েছে যথাক্রমে, ব্রাজিল (৬৭২,৮৪৬), রাশিয়া (৪৬৭,০৭৩), যুক্তরাজ্য (২৮৬,২৯৫), ভারত (২৪৭,৬৭৮)। এছাড়া, সুস্থের তালিকায় যুক্তরাষ্ট্র বাদে শীর্ষ অন্যান্য দেশগুলো হচ্ছে যথাক্রমে, ব্রাজিল (২৭৭,১৪৯), রাশিয়া (২২৬,২৭২), জার্মানি (১৬৯,১৫৮), ইতালি (১৬৫,০৭৮)।