ব্রিটবাংলা রিপোর্ট : প্রথম বিশ্বযুদ্ধের যোদ্ধাদের স্মরণে ২ মিনিট নিরবতা পালন করা হয়েছে রোববার। আগষ্ট মাস থেকে সংস্কার কাজের জন্যে বন্ধ থাকা বিগবেন রিমেম্ব্র্যান্স ডে উপলক্ষ্যে সকাল ১১টায় বেজে উঠে। বিনবেনের ঘন্টার বাজার সঙ্গে সঙ্গে বেজে উঠে বিউগলের সূর। সঙ্গে সঙ্গে সেন্ট্রাল লন্ডনসহ ইউকের বিভিন্ন এলাকায় দু মিনিট নীরবতা পালন করা হয়।
রাণী দ্বিতীয় এলিজাবেথসহ রাজ পরিবারের অন্যান্য সদস্যরা রয়েল আলবার্ট হলে রিমেম্ব্র্যান্স ডের অনুষ্ঠানে অংশ নেন। হোয়াইটহলের মেমোরিয়ালে রাণীর পক্ষে প্রিন্স চার্লস পপি ফুল দিয়ে বিশ্বযোদ্ধাদের স্মরণ করেন। এরপর একে একে প্রধানমন্ত্রী ও রাজনৈতিক নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশ্বযোদ্ধাদের। এবার ৯৯তম বর্ষে পদার্পন কোরলো প্রথম বিশ্বযুদ্ধ।
Advertisement