ব্রিট বাংলা ডেস্ক :: চীনের উহান থেকে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনার ছোবলে বিশ্বে ১৬ হাজার ৫৯৫ জনের মৃত্যু হয়েছে। আর ভাইরাসটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৩ হাজার ৯৪৪ জন।
মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জনস হপকিন্স ইউনিভার্সিটির বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন এ তথ্য জানায়।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই শহরের উহান শহরে এ ভাইরাসটি প্রথম দেখা দেয়। এ পর্যন্ত এটি বিশ্বের ১৯২ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।
এ ভাইরাসটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে রয়েছে ইতালি, চীন, স্পেন ও ইরান।
সোমবার পর্যন্ত ইতালিতে সরকারিভাবে ৬৩ হাজার রোগী শনাক্তের কথা বলা হয়েছে। দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ হাজারের বেশি মানুষের। বর্তমানে চীনের মূল ভূখণ্ডে মৃত্যুর সংখ্যা শূন্য। তবে চীনের চেয়ে দ্বিগুণ মানুষ মারা গেছেন ইতালিতে।