ব্রিট বাংলা ডেস্ক : ভারতের সাবেক সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ছাড়িয়ে মাইলফলক স্পর্শ করলেন আসগর আফগান। আফগানিস্তানের এই অধিনায়ক টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে রেকর্ড সর্বোচ্চ ৪২ ম্যাচে নেতৃত্ব দেন।
শনিবার আরব আমিরাতে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০তে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে আসগর আফগানের নেতৃত্বাধীন আফগানিস্তান ক্রিকেট দল।
এদিন আগে ব্যাট করে নজিবুল্লাহ জাদরানের ৩৫ বলের অপরাজিত ৭২ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে ৭ উইকেটে ১৮৩ রানের পাহাড় গড়ে আফগানিস্তান।
টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৩৬/৫ রানে ইনিংস গুটায় জিম্বাবুয়ে। ৪৭ রানে জয় পায় আফগানিস্তান। টি-টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তানকে রেকর্ড ৪২তম ম্যাচ জয়ে নেতৃত্ব দেন আসগর আফগান।
টি-টোয়েন্টি ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ ৩৩ ম্যাচ জয়ে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেন ইয়ন মরগান। ২৯ ম্যাচ জয়ে পাকিস্তানের নেতৃত্ব দেন সরফরাজ আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের ২৭ টি-টোয়েন্টি ম্যাচ জয়ে নেতৃত্ব দেন ড্যারেন স্যামি।