ব্রিটবাংলা ডেস্ক:বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের নবনির্বাচিত ২০১৮-২০২০ সালের পরিচালক বৃন্দের প্রথম সভা গত ১৪ মে রবিবার বিকেলে পূর্ব লন্ডনের লন্ডন মুসলিম সেন্টারের হলরুমে অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত সভাপতি মোঃ দেলওয়ার হোসেনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহবুব আহমদ রাজু।
দীর্ঘ প্রায় দুই বছর সাংবিধানিক সমস্যার নিরসন শেষে ট্রাষ্টকে গতিশীল করার জন্য সভায় বিভিন্ন সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহিত হয়। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আগামী মাসের ৩ তারিখ ১৮ রমজান ট্রাষ্টের ইফতার মাহফিল করার সিদ্ধান্ত নেয়া হয়।
নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের জন্য প্রাথমিকভাবে জুলাই মাসের মাঝামাঝিতে করারও সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও ট্রাষ্টের চলমান গৃহনির্মান প্রকল্পকে আরো গতিশীল করার আহবান জানানো হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুহিবুর রহমান মুহিব, আলহাজ্ব আব্দুল শফিক, রহিম উদ্দিন, জাহাঙ্গীর খান, আলহাজ্ব ছয়াফ উদ্দিন, দিলওয়ার হোসেন, শাহজাহান খান, এম মাসুদ আহমদ, মোঃ এমরান আহমদ, জাহিদুর রহমান, দিলাল আহমদ, জাকির হোসেইন, আব্দুল হাকিম হাদি, কয়েস আহমদ, সাদিক আহমদ।