ব্রিটবাংলা ডেস্ক:বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের পরিচালকবৃন্দের এক সভা গত ২ জুলাই সোমবার বিকেলে পূর্ব লন্ডনের নিডা সেন্টারের হলরুমে অনুষ্ঠিত হয়।
ট্রাষ্টের সভাপতি মোঃ দেলওয়ার হোসেনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব আহমদ রাজু।
সভায় নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের জন্য ১৬ জুলাই সোমবার সন্ধ্যা ৬ট ৩০ মিনিটে পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি হলে করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও ট্রাষ্টের চলমান গৃহনির্মান প্রকল্পকে আরো গতিশীল করার আহবান জানানো হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুহিবুর রহমান মুহিব, আলহাজ্ব আব্দুল শফিক, রহিম উদ্দিন, জাহাঙ্গীর খান, সাহেদ আহমদ, আলহাজ্ব ছয়াফ উদ্দিন, দিলওয়ার হোসেন, মোহাম্মদ সুলতান আহমদ, মোঃ এমরান আহমদ, জাহিদুর রহমান, দিলাল আহমদ, জাকির হোসেইন, আব্দুল হাকিম হাদি, মামুন রশিদ, কয়েস আহমদ, সাদিক আহমদ।
নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে সকল ট্রাষ্টিসহ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয় সভায়।
Advertisement