বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির সাবেক সভাপতি আব্দুল মতলিবের ইন্তেকাল

ব্রিট বাংলা প্রতিবেদক :: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি নেতা ও বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল মতলিব আর নেই। বুধবার (আজ) ভোর ৬টায় পুরুষপাল গ্রামের নিজ বাড়ীতে তিনি আকস্মিকভাবে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর আগপর্যন্ত তিনি আওয়ামী লীগ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

মরহুমের জানাজার নামাজ আজ বিকেল সোয়া ৫টায় পুরুষপাল শাহি মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি আব্দুল মতলিব শস্ত্রীক বাংলাদেশে আসেন।

এদিকে কমিউনিটি নেতা আলহাজ আব্দুল মতলিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এছাড়াও শোক প্রকাশ করেছেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খাঁন, বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো: আব্দুস শুকুর, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল হাসিব মনিয়া, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সভাপতি মুহিবুর রহমান মুহিব ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মামুন রশীদ মামুন।

Advertisement