মহান বিজয় দিবস কাল। রাত পোহালেই মুক্তিযুদ্ধে অকুতোভয় বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে ঢল নামবে বাঙালির স্বাধীনতার প্রতীক সাভার জাতীয় স্মৃতিসৌধে। ফুলে ফুলে ছেঁয়ে যাবে শহীদ বেদি।এদিন ভোরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে জাতীয় স্মৃতিসৌধ।এজন্য পুরোপুরি প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। দিনটি ঘিরে রং-তুলির আঁচড়ে নতুন রূপে সাজানো হয়েছে পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গণ। গণপূর্ত বিভাগের তত্বাবধানে মাস ব্যাপী কর্মযজ্ঞের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে এই স্মৃতির মিনার।সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম জানান, বিজয় দিবসের অনুষ্ঠানে কোন সন্ত্রাসী কর্মকাণ্ডের হুমকি না থাকলেও ঢেলে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আশপাশের এলাকা আনা হয়েছে সিসি ক্যামেরার আওতায়। নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা।
বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতিসৌধ
Advertisement