বেগম জিয়ার মুক্তিতে প্যারোল আবেদনের সিদ্ধান্ত পরিবারের

ব্রিট বাংলা ডেস্ক :: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য প্যারোল আবেদনের বিষয়ে সিদ্ধান্ত তার পরিবারের বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী তাঁতীদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য প্যারোল আবেদন সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা সম্পূর্ণভাবে তার পরিবারের ব্যাপার। তারা সিদ্ধান্ত নেবে।’

এর আগে, শুক্রবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাকে ফোন করে খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে আলোচনা করেছেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে বলেছেন, আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি।’

সেই ধারাবাহিকতায় ওবায়দুল কাদেরের সঙ্গে ফোনে প্যারোল নিয়ে কথার বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, ‘আমি আপনাদের পরিষ্কার করে সেদিনও বলেছি যে, এই কথাগুলো (প্যারোল) আপনারা তাকে (ওবায়দুল কাদের) জিজ্ঞাসা করুন না কেন? কারণ আমরাতো প্যারোল নিয়ে কোনো কথা বলিনি আমাদের দল থেকে আজ পর্যন্ত। বলেছি কি? বলিনি তো। এটা নিয়ে এখন কথা বলাটা কতটুকু সঠিক হয়েছে উনি বিবেচনা করবেন।’

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। সরকারের স্বার্থেই তাকে মুক্তি দেওয়া উচিত। সংবিধান অনুযায়ী তিনি (খালেদা জিয়া) জামিন পাওয়ার যোগ্য। কিন্তু রাজনৈতিক কারণে সরকার জামিন দিচ্ছে না।’

বিএনপি দুই বছর ধরে খালেদা জিয়ার মুক্তির চেষ্টা করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার তাকে (খালেদা জিয়া) মুক্তি দিতে বাধ্য হবে। জনগণের প্রতি শ্রদ্ধা রেখে তারা খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র উদ্ধারে এগিয়ে আসবে।’

এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদসহ দলের নেতাকর্মীবৃন্দ।

Advertisement