বেচারা টোরি এমপি!

যৌন হয়রানীর অভিযোগে দন্ডপ্রাপ্ত কনজারভেটিভ পার্টির সাবেক এমপি চার্লি এলফিক তার প্রাপ্ত সাজার বিরুদ্ধে করা একটি আপিলে হেরেছেন। ৯ বছর আগে দুজন মহিলাকে যৌন হয়রানী অভিযোগে গত জুলাই মাসে দোষি সাব্যস্ত হন ডোভারের সাবেক এমপি এলফিক। এরপর গত সেপ্টেম্বরে সাদার্ক ক্রাউন কোর্ট তাকে দু বছরের জেলদন্ড প্রদান করেন। এই সাজার বিরুদ্ধে কোর্ট অব আপিলে আপিল করেছিলেন ৪৯ বছর বয়সী সাবেক এমপি চার্লি। তবে আপিল কোর্ট তার সাজার মেয়াদ বহাল রাখেন। ২০১৭ সালে তাকে চার্জ করেছিল পুলিশ।

Advertisement