ব্রিটবাংলা ডেস্ক : বোমা হামলার হুমকির মুখে লন্ডনের চ্যারিংক্রস রেলওলেয় স্টেশন বন্ধ রাখা পর আবার খুলে দেওয়া হয়েছে। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে, ভোর সাড়ে ৬টার দিকে রেল ট্র্যাকে এক ব্যক্তি নিজের কাছে বোমা বলে হুমকি দেয়। সঙ্গে সঙ্গে পুলিশ ডাকা হয়।
সশস্ত্র পুলিশ এসে ৩৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ম্যান্টাল হেলথ এক্টের অধিনে তাকে গ্রেফতার দেখানো হয়। যদিও তার কাছে কোনো ধরনের অস্ত্র পাওয়া যায়নি।
ঘটনার তাৎক্ষনিকতায় আন্ডার গ্রাইন্ড এবং রেল নেটওয়ার্কে কিছুটা বিশৃঙ্খলা দেখা দিলেও এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আটটার দিকে খুলে দেওয়া হয়েছে চ্যারিংক্রস স্টেশন।
A man on the tracks claiming to have a bomb forced the evacuation of London’s Charing Cross railway station.
British Transport Police (BTP) was called to reports of a man on the underground tracks at 06:35 BST. Armed police also attended the scene.
A 38-year-old man was detained under the Mental Health Act and no weapon was found. No injuries have been reported.
There was disruption to the mainline and London Underground services but all are now running normally.
The station, which is one of London’s busiest, had re-opened by 08:00.
BTP said officers were called “after receiving reports of a man on the tracks claiming to have a bomb”.
A spokesperson said: “Officers from the Metropolitan Police and BTP specialist firearms officers also attended.