নিউইয়র্কে বাড়ির মালিকের ছুরিকাঘাতে নিহত রিয়েল এস্টেট ব্যবসায়ী জাকির খানের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে ইউনাইটেড ‘বাংলাদেশি-আমেরিকানস ফর লেট জাকির খান’ আয়োজিত সমাবেশে দলমত-নির্বিশেষে বিপুলসংখ্যক প্রবাসী যোগ দেন।
জাকির খান হত্যা মামলার শুনানি শেষে বিচারক আগামী ১২ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন। শুনানির সময় জাকির খানের খুনি তাহার মাহরানকে আদালতে হাজির করা হয়। এ সময় নিহত জাকির খানের পরিবারের সদস্যসহ প্রতিবাদ সমাবেশে যোগদানকারী ৫০ জনের একটি প্রতিনিধি দলও আদালতে উপস্থিত ছিলেন।
এদিকে, জাকির খানের ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবির বিভিন্ন স্লোগান দেওয়া হয়। বহন করা হয় শাস্তির দাবি সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড।
প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনাইটেড বাংলাদেশি-আমেরিকানস ফর লেট জাকির খান-এর আহ্বায়ক কামাল আহমদ, সদস্যসচিব জেড চৌধুরী জুয়েল, প্রধান সমন্বয়কারী ও মুখপাত্র মোহাম্মদ এন মজুমদার, যুগ্ম আহ্বায়ক আবদুর রহিম হাওলাদার, আবদুল হাসিম হাসনু, আনোয়ার হোসেন, যুগ্ম সদস্যসচিব মোশাহিদ চৌধুরী, সমন্বয়কারী কাওছারুজ্জামান কয়েছ, দুরুদ মিয়া রনেল, সদস্য আবদুর রহিম বাদশা, সিরাজ উদ্দীন আহমদ সোহাগ, মাহবুব আলম, রিয়াজ উদ্দীন কামরান, তোফায়েল চৌধুরী, ডা. নাহিদ খান, আবদুর রব দলা, আনছার আহমদ চৌধুরী, লোকমান হোসেন লুকু, শাহ বদরুজ্জামান রুহেল, জুনেদ আহমদ চৌধুরী, আহবাব চৌধুরী খোকন, সামাদ মিয়া জাকের, আসন্ন সিটি কাউন্সিল নির্বাচনে কুইন্স ডিস্ট্রিক্ট ৩২ এর কাউন্সিলম্যান পদপ্রার্থী হেলাল আবু শেখ, ব্রঙ্কস ডিস্ট্রিক্ট ১৩ থেকে কাউন্সিলম্যান পদপ্রার্থী মুহাম্মদ আবুহেইকেল, নিহত জাকির খানের বড়ভাই নাদির খানসহ পরিবারের সদস্যরা।
নিউইয়র্কে ব্র্রঙ্কসের লগান অ্যাভিনিউর নিজ বাসার সামনে গত ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাড়ির মালিকের ছুরিকাঘাতে খুন হন জাকির খান (৪৪)। বাড়ির মালিক মিসরীয় বংশোদ্ভূত তাহার মাহরান (৫১)কে পুলিশ ওই দিন রাতেই গ্রেপ্তার করে। মাহরান এখন কারাগারে বন্দী রয়েছেন। #কৃতজ্ঞতা#দৈনিক প্রথম আলো#
ব্যবসায়ী জাকির খানের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নিউইয়র্কে সমাবেশ
Advertisement