ব্যাটের আগে বেতন দিলেন আশরাফুল

ব্রিট বাংলা ডেস্ক : করোনা কালে দুস্থদের জন্য নিজের ঐতিহাসিক ব্যাট দুটো নিলামে তোলার কথা জানিয়েছেন মোহাম্মদ আশরাফুল। তবে ব্যাটের আগে দুর্গতদের জন্য তিন মাসের বেতন দিয়ে দিলেন সাবেক এই অধিনায়ক।

প্রথম শ্রেণির ৯১ চুক্তিবদ্ধ ক্রিকেটারের তালিকায় আছেন আশরাফুল। সে হিসেবে বিসিবি থেকে ক’দিন আগে তিন মাসের বেতন পেয়েছেন তিনি। তবে সেটা তিনি দান করেছেন করোনায় ভুক্তভোগীদের জন্য। সংবাদমাধ্যমকে আশরাফুল বলেন, ‘আমার মনে হয় এখন সবারই এগিয়ে আসা উচিৎ। দেশের এমন দুর্যোগ বা মহামারি সবসময় আসে না। আমি আমার তিন মাসের বেতন ৮৫ হাজার টাকা ইতিমধ্যেই দুঃস্থদের দান করেছি। যদি কারো মুখে একটু হলেও হাসি ফোটে।’

২০০১-এ শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক টেস্টে আশরাফুল বিশ্বে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেছিলেন।

এক কথায় বিশ্ব রেকর্ড গড়ে ছিলেন তার ব্যাটে। ক্যারিয়ারের স্মৃতিময় আরেকটি ব্যাটও আছে তার। ২০০৫ সালে ন্যাটওয়েস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে হারানো সেঞ্চুরির স্মৃতি এখনো তার হৃদয়ে গেঁথে আছে। তবে করোনায় ক্ষতিগ্রস্থ সাধারণ ও দরিদ্র মানুষের সেবায় তার এই অমূল্য সম্মদ দুটি নিলামে তুলতে দ্বিধা করছেন না। আশরাফুল বলেন, ‘দুটি ব্যাটেরই ঐতিহাসিক গুরুত্ব অনেক বেশি। আমার কাছে তো এর কোন মূল্যই নির্ধারণ করা সম্ভব নয়। কিন্তু মানুষের জন্য কিছু করতে হলে টাকার প্রয়োজন। আমি আশা করছি এই নিলামের মাধ্যমে তাদের জন্য বড় একটা অর্থ জোগাড় করা সম্ভব হবে।’
তবে নিলাম কীভাবে করবেন বা কাদের মাধ্যমে সেটি এখনো ঠিক করতে পারেননি সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, ‘আমি আসলে তাড়াহুড়া করে নিলামটা আয়োজন করতে চাই না। আমি চাই যেন এই ব্যাট থেকে আসা আয়টা অনেক বেশি হয়। কারণ যত বেশি টাকা হবে ততো মানুষের কাজে আসবে।’

Advertisement