পেরুর নতুন নেতা দিনা বোলুয়ার্ত শনিবার তার মন্ত্রিসভার নাম ঘোষণা করেছেন। প্রেসিডেন্ট হিসেবে পেদ্রো কাস্তিলোকে ক্ষমতাচ্যুত করায় বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ এবং পুলিশকে ঢিল ছোঁড়ায় এক ধরনের অস্থির পরিস্থিতির মধ্যেই এ মন্ত্রিসভার নাম ঘোষণা করা হলো। খবর এএফপি’র।পেরুর প্রথম নারী প্রেসিডেন্ট বোলুয়ার্তে একটি অনুষ্ঠান তত্ত্বাবধান করেন। প্রেসিডেন্টের প্রাসাদের ওই অনুষ্ঠানে ১৯ মন্ত্রী শপথ গ্রহণ করেন। এদের মধ্যে আটজন নারী রয়েছেন।কাস্টিলো ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে বুধবার বোলুয়ার্তে দ্রুত শপথ গ্রহণ করেন। কাস্তিলো একাধিক দুর্নীতির তদন্তের মুখোমুখী হন, কংগ্রেস ভেঙ্গে দেওয়ার চেষ্টা করেন এবং ব্যর্থ হন। পরে কংগ্রেস তাকে অভিশংসন করে। কাস্তিলো বর্তমানে গ্রেফতার রয়েছেন।বোলুয়ার্তের নতুন চিফ অফ স্টাফ হলেন একজন সাবেক প্রসিকিউটর যিনি দুর্নীতি মামলায় বিশেষজ্ঞ এবং তার মন্ত্রিসভায় এমন কয়েকজন নেতাকে টেকনোক্রেট হিসেবে রাখা হয়েছে।বোলুয়ার্ত তার প্রথম ভাষণে বলেন, ‘গণতন্ত্রের একত্রীকরণ, আইনের শাসন, ক্ষমতার ভারসাম্য, শাসনক্ষমতা এসব হচ্ছে আমার সরকারের অপরিহার্য কর্মপন্থা।’ তিনি বামপন্থী কাস্তিলোর অধীনে পেরুর ভাইস প্রেসিডেন্ট ছিলেন।
ব্যাপক অস্থিরতার মধ্যেই পেরুর নতুন নেতার মন্ত্রিসভার শপথ
Advertisement