ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দলে চমক

ব্রিট বাংলা ডেস্ক :: অভিষেকের অপেক্ষায় গ্যাব্রিয়েল মেনিনো ও ব্রুনো গিমারেসআগামী মাসে বিশ্বকাপ বাছাই মিশন শুরু করবে ব্রাজিল। ৯ই অক্টোবর ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে খেলবে তিতের দল। চারদিন পর পেরুর মাঠে খেলবে সেলেসাওরা। এই দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন তিতে। দলে নতুন মুখ অলিম্পিক লিঁওর জার্সিতে আলো ছড়ানো মিডফিল্ডার ব্রুনো গিমারেস। কোচ তিতে দলে প্রথমবারের মতো জাতীয় দলে ডেকেছেন পালমেইরাসের ১৯ বছর বয়সী ডিফেন্ডার গ্যাব্রিয়েল মেনিনোকে। মিডফিল্ডেও খেলতে পারেন মেনিনো। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলে গত বছর খেলেছেন।

পালমেইরাসের মূল দলে জায়গা পেয়েছেন মাত্রই। খেলেছেন মাত্র ৯ ম্যাচ। অভিজ্ঞতা কম থাকলেও মেনিনোকে দলে রেখে চমক দেখিয়েছেন কোচ তিতে। দলে ফিরেছেন গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে লা লিগা জেতাতে ভূমিকা রাখা রদ্রিগো।

দলে জায়গা হয়নি ম্যানচেস্টার সিটি গোলরক্ষক এডারসনের। আক্রমণভাগে নেইমার-জেসুসদের সঙ্গে রয়েছেন ফিরমিনো, রিচার্লিসন ও এভারটন।

২৩ সদস্যের ব্রাজিল দল:
গোলরক্ষক: আলিসন (লিভারপুল), সান্তোস (আথলেতিকো পারানায়েজ), ওয়েভারটন (পালমেইরাস)।

ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), গ্যাব্রিয়েল মেনিনো (পালমেইরাস), অ্যালেক্স তেলেস (পোর্তো), রেনান লোদি (আতলেতিকো মাদ্রিদ), থিয়াগো সিলভা (চেলসি), মার্কিনিওস (পিএসজি), ফেলিপে (অ্যাতলেটিকো মাদ্রিদ), রদ্রিগো কাইয়ো (ফ্লামেঙ্গো)।

মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনিও (লিভারপুল), ব্রুনো গিমারেস (লিঁও), দগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), ফিলিপ কুটিনহো (বার্সেলোনা), এভারটন রিবেইরো (ফ্লামেঙ্গো)।

ফরোয়ার্ড: গাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), নেইমার (পিএসজি), এভারটন (বেনফিকা), রবার্তো ফিরমিনো (লিভারপুল), রিচার্লিসন (এভারটন)।

Advertisement