ব্রিটিশ ইন্টারন্যাশনাল ট্রেড সেক্রেটারীর উপদেষ্টা হলেন ইকবাল আহমেদ ওবিই

বিশেষ প্রতিনিধি : বৃটিশ বাংলাদেশী শীর্ষ ব্যবসায়ী সিমার্ক পিএলসির প্রধান ইকবাল আহমেদ ওবিই বৃটিশ সরকারের ইন্টারন্যাশনাল ট্রেড সেক্রেটারীর এডভাইজার পদে নিযুক্ত হয়েছেন। ট্রেড সেক্রেটারীর এই এডভাইজারী বোর্ডের তিনি একমাত্র এশিয়ান সদস্য।
ইকবাল আহমদ জানিয়েছেন, ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য কাজ করার পাশাপাশি মূলত তারা বৃটেন থেকে রফতানীকে উৎসাহিত করবেন। তিনি মনে করেন যতোই অনিশ্চয়তা আর সংকট থাকুক না কেনো ব্রেক্সিট থেকে বৃটেন এবং কমনওয়েলথ দেশগুলো লাভবান হবে।
সানডে টাইমসের রিচলিস্টে থাকা একমাত্র বৃটিশ বাংলাদেশী ব্যবসায়ি ইকবাল আহমেদ ওবিই বৃটিশ ইন্টারন্যাশনাল ট্রেড মিনিষ্ট্রির এডভাইজার নিযুক্ত হবার ইতিমধ্যে প্রথম বোর্ড সভায়ও মিলিয়ত হয়েছেন।
তার কোম্পানী সিমার্ক ও ইকবাল ব্রাদার্স এর টার্নওভার হচ্ছে আড়াইশ মি ইউএস ডলার। ইউরোপ ও আমেরিকা ফ্রোজেন ফুড রফতানীতে সফলতার কারনে তিনি বৃটেনের রানীর কুইন্স এওয়ার্ড লাভ করেন সেই আশির দশকে। একইসাথে বাংলাদেশ থেকে বৃটেন তথা ইউরোপে মৎস বা ফ্রুজেন ফুড রফতানীর জন্য একাধিকবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর পুরস্কারও পান। তার মতে বাংলাদেশী কমিউনিটি বা এথননিক কমিউনিটির অনেক এন্টারপ্রোনার আছেন যারা রফতানী শুরু করতে পারেন।
ইকবাল আহমদ জানালেন, বৃটিশ সরকার চায় রফতানী বাড়ুক-কারন এতে ব্যবসায়ির পাশাপাশি দেশের লাভ হয়। বর্তমানে ওয়ার্ল্ড একক্সপোট মার্কেটে বৃটেনের অবস্থান প্রথম বলেও জানান তিনি।
নতুন ব্যবসায়িদের পরামর্শ দিতে গিয়ে তিনি ব্রান্ডিং এবং সার্ভিসমান ও কোয়ালিটিকে অগ্রাধিকার দিতে বলেন। ইকবাল আহমেদ ব্র্রেক্সিট নিয়ে সবসময় আশাবাদী।
উল্লেখ্য ইকবাল আহমদ ওবিই সম্প্রতি মানচেষ্টার মেট্রপলিট্টন ইউনিভার্সিটি অনারারি ডক্টরেট ডিগ্রী দিয়েছে।

Advertisement