ব্রিটবাংলা ডেস্ক : ব্রিটিশ পার্লামেন্টের সামনে হাইসিকিউরিটি এলাকার নিরাপত্তা বেস্টনীর উপর দিয়ে গাড়ি তুলে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মেট পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকাল সাতটা ৩৭ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় বেশ কয়েকজন পথচারী আহত হয়েছেন বলে মেট পুলিশের টুইট বার্তায় জানানো হয়েছে।
ঘটনার পরপর পুরো এলাকার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করা হয়েছে পার্লামেন্টের সব প্রবেশপথ। পাশের আন্ডারগ্রাউন্ড স্টেশনগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি, স্বশস্ত্র পুলিশসহ বিপুল সংখ্যক নিরাপত্তাবাহিনীর সদস্য রয়েছে।
আটক ব্যক্তি কৃষ্ণাঙ্গ। ঘন্টায় ২০ মাইল গতির ভেতরে সে ৪০ থেকে ৫০ মাইল গতিতে গাড়ি চালিয়েছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পুরো ঘটনার রহস্য উদঘাটনে এবং এর সঙ্গে সন্ত্রাসের সংশ্লিষ্টতা ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ। বিস্তারিত আসছে…।