ব্রিটবাংলা রিপোর্ট : ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরিজা মে কে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে আটক সন্দেহভাজন এক ব্যক্তিকে আদালতে তুলা হতে পারে আজ।
সন্দেহভাজন ব্যক্তির নাম নাইমুর জাকারিয়াহ রাহমান। তার বয়স ২০ বছর। তিনি নর্থ লন্ডনের বাসিন্দা। ডাউনিং স্ট্রিট সিকিউরিটি গেইটের সামনে বোমা ফাটানোর পর ছুরি দিয়ে প্রধানমন্ত্রীর উপর হামলার পরিকল্পনার সঙ্গে সংশ্লিস্টতার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
তার সঙ্গে মোহাম্মদ আকীব ইমরান নামে ২১ বছরের আরেক তরুনকে সন্ত্রাসী হামলার উদ্দেশ্যে বিদেশ সফরের পরিকল্পনার অভিযোগে আটক করা হয়। সে বার্মিংহ্যামের বাসিন্দা।
তাদেরকে গত ২৮শে নভেম্বর গ্রেফতার করা হয়। এ দুজনকে আজকে বুধবার যে কোন সময় লন্ডনের ওয়েস্ট মিনস্টার ম্যাজিস্ট্রেইট কোর্টে তুলা হতে পারে বলে জানা গেছে।
A man is due to appear in court later over an alleged plot to kill the prime minister, Theresa May.
Naa’imur Zakariyah Rahman, 20, from north London, is accused of planning to bomb Downing Street security gates and then attack the PM with a knife.
A second man, Mohammed Aqib Imran, 21, of Birmingham, is accused of the preparation of terrorist acts for allegedly planning to travel overseas.
They were both arrested on 28 November.
The pair are due to appear at Westminster Magistrates’ Court, in central London.#source#BBC#