ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রধান গণসংযোগ কর্মকর্তার পদত্যাগ

ডমিনিক কিউমেনের সাথে লি কেইন


ব্রিটবাংলা ডেস্ক :
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের গণসংযোগ কর্মকর্তা লি কেইন পদত্যাগ করেছেন। আগামী মাসে তিনি টেন ডাউনিং স্ট্রীট থেকে বিদায় নেবেন। যদিও তাকে চীফ অফ স্টাফ পদে নিয়োগের প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

বুধবার রাতে এক বিবৃতিতে চীফ অফ স্টাফ নিয়োগের প্রস্তাবের কথা স্বীকার করে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। লি কেইন গত তিন বছর ধরে টেন ডাউনিং স্ট্রীটে প্রধানমন্ত্রী বরিস জনসনের গনসংযোগ পরিচালক পদে কাজ করে আসছেন। তিনি প্রধানমন্ত্রীর প্রধান উপদেস্টা ডমিনিক কিউমেনেরও ঘনিস্টজন।

ইইউ রেফারেন্ডামের লিভ ক্যাম্পেইনে তারা দুজন এক সাথে কাজ করেছেন। বরিস জনসন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহনের পর তারা দুজন এক সাথে টেন ডাউনিং স্ট্রিটেও প্রবেশ করেন।

এদিকে দলের কয়েকজন এমপি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, লি কেইন প্রধানমন্ত্রীর অত্যন্ত বিশ্বস্তজনের মধ্যে একজন। তাকে চীফ অফ স্টাফ নিয়োগ করতে প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু প্রস্তাবের বিরোধিতা করেছেন প্রধানমন্ত্রীর বান্ধবী কেরি সাইমন্ড। এ নিয়ে বুধবার টেন ডাউনিং স্ট্রিটে  ব্যাপক বাক বিতন্ডাও হয়েছে। চীফ অব স্টাফ নিয়োগের প্রস্তাবে কেরি সায়মন্ডের বাঁধা আসার পরই পদত্যাগের ঘোষণা দেন লি। তবে লি’র চলে যাওয়াকে সহজভাবে মেনে নিতে পারছেন না ডমিনিক। অন্যদিকে তাকে চীফ অফ স্টাফ হিসেবে নিয়োগে বাঁধা দিয়েছেন কেরি সায়মন্ড।

এদিকে ডমিনিক বলয়ের এই ভাঙ্গনে অবশ্য খুশি হয়েছেন ব্রেক্সিট এবং ডমিনিক বিরোধী কয়েকজন দলীয় এমপি।

Advertisement