সাবেক স্ত্রী ম্যারিনা উইলারের সঙ্গে বরিস জনসন।
ব্রিটবাংলা ডেস্ক : নিজের সন্তানের সংখ্যা কতো? বহু বছর ধরে অসংখ্যবার এই প্রশ্নের মুখোমুখি হলেও সঠিক জবাব দেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে এবার স্বীকার করলেন তাঁর সন্তানের সংখ্যা কতো। জানালেন, সন্তানদের অসম্ভব ভালোবাসেন তিনি। মঙ্গলবার নিউইয়র্কে এনবিসি’র সাথে এক স্বাক্ষাতকারে বরিস জানিয়েছেন, তার সন্তানের সংখ্যা বর্তমানে ৬ এবং আগামী ডিসেম্বরে তিনি আবারো বাবা হচ্ছেন।
বরিস জনসন তিনটি বিয়ে করেছেন। ১৯৮৭ সালে বিশ্ববিদ্যালয়ের মেয়ে বান্ধবীকে প্রথম বিয়ে করেন তিনি। ৬ বছরের এই সংসারে কোনো সন্তান নেই। এরপর বিয়ে করেন আইনজীবি ম্যারিনা উইলারকে। দ্বিতীয় স্ত্রীর ঘরে তাদের চার সন্তান রয়েছে।
এই স্ত্রীর সঙ্গে থেকেই তিনি লন্ডনে প্রোপার্টি ব্যবসায়ী এক মহিলার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। ২০০৯ সালে এই প্রেমিকার ঘরে বরিসের ৫ম সন্তানের জন্ম হয়।
এই সন্তানের কথাই এতোদিন স্বীকার করতে চাননি ব্রিটিশ প্রধানমন্ত্রী। এমন কি সন্তানের মা আদালত পর্যন্ত গিয়েছেন তাদের সন্তানের পরিচয় গোপন রাখার দাবী নিয়ে। কিন্তু ২০১৩ সালে আদালত বলেছেন, রাজনৈতিক নেতা বরিস জনসনের সন্তান কত জন, তা জানার আগ্রহ সাধারণ মানুষের থাকতেই পারে। এটা দোষের কিছু নয়। তবে বরিস এতোদিন তার এই লাভ চাইল্ডের কথা প্রকাশ্যে স্বীকার না করলেও বরিসের বাবা স্টানলি বরিস গত বছর জানিয়েছেন, এক ভিডিও কলের মাধ্যমে তিনি তার নাতনিকে দেখেছেন।
বড় মেয়ে লারার সঙ্গে বরিস জনসন
এদিকে সাবেক স্ত্রী মেরিনার সাথে চার সন্তান বয়েছে বরিসের। প্রথম সন্তান মেয়ে। নাম লারা জনসন হুইলার। বয়স বর্তমানে ২৮ বছর। তিনিও বাবার মতো সাংবাদিকতা পেশায় রয়েছেন। বছরে ৩৩ হাজার পাউন্ডের প্রাইভেট স্কুল শেষ করে ক্যামেব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়েছেন।
এরপর বরিস এবং ম্যারিনার পুত্র সন্তান মিলো আর্থার। বয়স এখন ২৬ বছর। বছরে ২৭ হাজার পাউন্ডের ওয়েস্টমিনস্টার স্কুল থেকে সোয়াসে পড়েছেন। ক্রিড়াবীদ মিলো ইংলিশ, আরবী, রাশান এবং ফ্রান্স ভাষায় কথা বলতে পারেন।
বরিস-ম্যারিনার তৃতীয় সন্তান হলেন ক্যাসিয়া পিচেস। বছরে ১৮ হাজার পাউন্ডের হাইগেট স্কুল শেষে পড়েছেন ডাবলিনের ট্রিনিটিতে। ২৪ বছরের ক্যাসিয়া বাবা এবং বড় বোনের মত লেখালেখি এবং সাংবাদিকতায় আগ্রহী।
তাদের ছোট ছেলের থিয়োডোরে এ্যাপোলো। ২২ বছরের থিয়ো দেখতে অনেকটা বরিসের মতো। তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়েছেন।
২০০৯ সালে এই প্রোপার্টি ডেভেলপারের গর্ভে বরিস জনসনের ৫ম এবং মেয়ে সন্তান স্টেফানিয়ার জন্ম হয়।
২০১৯ সালের শেষ দিকে বর্তমান স্ত্রী ক্যারির সঙ্গে বাগদান করেন বরিস। টোরির পার্টির কেন্দ্রীয় গণযোগাযোগ কর্মকর্তা ছিলেন তিনি। ক্যারি বয়স ৩১ বছর। আর বরিসের বয়স ৫৫ বছর। ক্যারি বরিসের বড় মেয়ের চাইতে ৫ বছরের বড়। গত এপ্রিলে তাদের প্রথম সন্তান ওয়াইলফ্রেড নিকোলাসের জন্ম হয়। এরপর গত জুলাইয়ে আবারো মা হবার সংবাদ দেন ক্যারি জনসন। এর মধ্যে একবার মিসক্যারেজও হয়েছে তার।# সংবাদে প্রকাশিত ছবি এবং তথ্য ইংরেজি দৈনিক মিরর থেকে সংগৃহিত।