৭৪ বছরের রাজা তৃতীয় চার্লস তার মা রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ২০২২ সালের ৮ সেপ্টেম্বরে ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের রাজা হন।রাজকীয় ঐতিহ্য অনুসারে জাতীয় শোক এবং বিশাল প্রস্তুতির কয়েক মাস পর শনিবার ক্যান্টারবিউরির আর্চ বিশপের পরিচালনায় ব্রিটিশ রাজার রাজ্যাভিষেক অনুষ্ঠিত হয়েছে।যুক্তরাজ্যের ৪০তম রাজা হিসেবে শপথ নিলেন তৃতীয় চার্লস। এসময় তার সঙ্গে শপথবাক্য পাঠ করেন রানী কনসোর্ট ক্যামিলা পার্কারও।৭৪ বছরের রাজা তৃতীয় চার্লস তার মা রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ২০২২ সালের ৮ সেপ্টেম্বরে ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের রাজা হন।রাজকীয় ঐতিহ্য অনুসারে জাতীয় শোক এবং বিশাল প্রস্তুতির কয়েক মাস পর শনিবার ক্যান্টারবিউরির আর্চ বিশপের পরিচালনায় ব্রিটিশ রাজার রাজ্যাভিষেক অনুষ্ঠিত হয়েছে।‘ঈশ্বর রাজাকে রক্ষা করুন (গড সেভস দ্য কিং)’ সমবেত সংগীতের মাধ্যমে রাজ্যাভিষেক অনুষ্ঠানের সূচনা হয়।অ্যাম্পুলা নামের এক বিশেষ স্বর্ণপাত্র থেকে তেল নিয়ে ক্রুশের আকৃতিতে বিশপ রাজা তৃতীয় চার্লসের কপাল, বুক ও হাতে লেপন করেন। তারপর রাজাকে ‘সুপারটুনিকা’ নামের একটি সোনার কোট পরিয়ে অভিষেক চেয়ারে বসানো হয়।
এরপর রাজার হাতে রত্নখচিত তলোয়ার তুলে দিয়ে ক্যান্টারবিউরির আর্চবিশপ সেটিকে ন্যায়বিচার, অসাম্য প্রতিরোধ ও ঈশ্বরের সৃষ্ট মানুষের রক্ষায়’ ব্যবহার করতে বলেন।শেষে বিশপ রাজাকে রাজদণ্ড প্রদানের পর রাজমুকুট পরিয়ে দেন।রাজা তৃতীয় চার্লস এই ঐতিহাসিক অভিষেক অনুষ্ঠানে আয়ারল্যান্ড, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, জাপান, হাঙ্গেরি ও অস্ট্রেলিয়াসহ কমনওয়েলথভুক্ত বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানগণ উপস্থিত আছেন।রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।এর আগে ৫ মে রাজা ও রানী কনসোর্টের অভিষেকের প্রক্কালে রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিদেশী প্রতিনিধিদের জন্য রাজা তৃতীয় চার্লসের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।৪ মে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের ৫০ বছরের অংশীদারিত্ব উদযাপন অনুষ্ঠানে যোগদান এবং জাপানে সরকারি সফরের পর তৃতীয় ধাপে লন্ডনে পৌঁছেন প্রধানমন্ত্রী।গতকাল বিকেলে লন্ডনের কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসে অনুষ্ঠিত কমনওয়েলথ দেশগুলোর নেতাদের দ্বিবার্ষিক সম্মেলনের যোগদানের পাশাপাশি কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকেও যোগ দেন তিনি।এ সময় কমনওয়েলথ প্রধান রাজা তৃতীয় চার্লস কমনওয়েলথ সরকার প্রধানদের সাথে মতবিনিময় করেন।