ব্রিটবাংলা ডেস্ক : ব্রিটেনে করোনায় নতুন করে আরো ২২৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাত বছর বয়সী এক ছেলে রয়েছে। সে আগে থেকেই অসুস্থ্য ছিল। এনিয়ে সরকারী হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ৩৫, ০২৩ জনে গিয়ে দাঁড়াল। এদিকে মঙ্গলবার সর্বশেষ মৃতের সংখ্যা প্রকাশের আগে অফিস ফর ন্যাশনাল স্টেটিসটিকস থেকে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, হাসপাতালের বাইরে কেয়ার হোমে অন্তত ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ফলে হাসপাতাল এবং কেয়ার হোম মিলে ব্রিটেনে করোনায় মৃতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়ে গেছে। এক সপ্তাহ পরপর ওএমএস এই রিপোর্ট প্রকাশ করে।
এদিকে করোনার প্রভাবে ব্রিটেনে বেকারত্বের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার প্রকাশিত ওএনএসের সাপ্তাহিক রিপোর্টে বলা হয়েছে ২৩ মার্চ লকডাউন থেকে শুরু করে এপ্রিল পর্যন্ত ব্রিটেনে বেকারত্বের সংখ্যা প্রায় ৬৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। লকডাউন শুরুর পর থেকে মিলিয়ন মানুষকে ফিউরলাফ স্কীমের মাধ্যমে বেতন দিয়ে আসছে সরকার। তারপরেও লকডাউন শুরু হবার থেকে এপ্রিল পর্যন্ত বেকারত্বেস সংখ্যা ৮৫৬, ৫০০ থেকে বেড়ে ২ দশমিক ১ মিলিয়নে গিয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ কয়েক মিলিয়ন ওয়ার্কারকে ফিউরলাফ দেওয়ার পরেও প্রায় ২ দশমিক ১ মিলিয়ন বেকার মানুষ সরকারের বিভিন্ন বেনিফিটের জন্য আবেদন করেছেন। লকডাউনের এক মাসে এই আবেদনকারীর সংখ্যা ৬৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।