ব্রিটেনে জি সি এস ই পরীক্ষায় বাংলাদেশী শিক্ষার্থীদের অনন্য সাফল্য

॥ মো: রেজাউল করিম মৃধা ॥

২০২০ সালের জিসিএসই পরীক্ষায় দীর্ঘ ৫০ বছরের ইতিহাসে সব চেয়ে বেশী পরীক্ষার্থী কৃতিত্বের সাথে পাশ করেছে। এ বছর পাশের হার সবচেয়ে বেশী। এর মধ্যে বাংলাদেশী শিক্ষার্থীদের সাফল্যও সবচাইতে বেশি। ব্রিটেনে করোনাভাইরস মহামারি মধ্যেও ঈর্ষণীয় ফলাফল লাভ করেছে ব্রিটিশ বাংলাদেশী শিক্ষার্থীরা।

এ বছর সি ৪ গ্রেডে ৭৬ শতাংশ পাশ করেছে। এ ৭ গ্রেডে পাশ করেছে ২৫ দশমিক ৯ শতাংশ যা গত বছর ছিলো ২০ দশমিক ৭ শতাংশ। সর্বোচ্চ গ্রেড ৯ । এবছর ৯ গ্রেডে পাশ করেছে ৬ দশমিক ৪ শতাংশ যা গত বছর ছিলো ৪ দশমিক ৫ শতাংশ।

জিসিএসই পরীক্ষায় লন্ডনে কৃতিত্বপুর্ণ ফলাফল অর্জন করেছে ছাতকের সায়মা ফাতেমা শাহজীদ। সায়মার বাবা ছাতকের পরশপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ী ও যুক্তরাজ্য আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক। সায়মা ফাতেমা শাহজিদ ভবিষ্যতে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রী নিতে আগ্রহী। সন্তানের উজ্জ্বল ভবিষ্যত কামনায় সর্বমহলের দোয়া কামনা করেছেন পিতা এসএম সুজন ।

বিএনপি নেতা জসিম উদ্দিন সেলিমের ছেলে ইজাজ আহমেদ এর GCSE পরীক্ষায় কৃতিত্বে সাথে। ৪ টা এ ডাবলস্টার অর্থাৎ ৪টা ৯ এবং ৩টায় এ স্টার (৮)  ও ১টি এ পেয়ে কৃতিত্বের সাথে ফলাফল অর্জন করেছে
ইজাজ আহমেদের পিতা সকলের কাছে সন্তানের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

পূর্ব লন্ডনের সোয়ানলী স্কুলের শিক্ষার্থী মাহজাবিন ইসলাম ১১ টি বিষয়ে এ স্টার পেয়েছে যার মধ্যে ৮ টি এ ডাবলস্টার।একই স্কুলের শিক্ষার্থী ইউসুফ রেজা খান ৭টি বিষয়ে এ ডাবলস্টার পেয়েছে।

ইতালী থেকে লন্ডনে স্থায়ী হওয়া গায়িকা সালমা আক্তারের ছেলে সাদমান শাহরিয়ার সম্পূর্ন নতুন একটি শিক্ষা ব্যাবস্থায় এসেও ১১টি বিষয়ে এ স্টার পেয়ে এক চমক সৃস্টি করেছে।
অপর দিকে কমিউনিটির পরিচিত মুখ সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরীর মেয়ে মারিয়া চৌধুরী মালবেরী গাল্স স্কুল থেকে ১০ বিষয়ে এ স্টার পেয়েছে।

লন্ডন এন্টারপ্রাইজ একাডেমী স্কুলটির শিক্ষার্থীরা জিসিএসই পরীক্ষায় অংশ নিয়ে রীতিমত চমক সৃস্টি করেছে। ইতালী থেকে আসা মেয়েটির রেজাল্ট সারা ব্রিটেনে টপ ওয়ানে জায়গা করে নিয়েছে। মোহাম্মদ হোসাইন কোরআনের হাফেজ হয়েও দুটি ডাবল স্টার সহ আরো ৬টি বিষয়ে এ স্টার পেয়েছে।

আশিকুল ইসলামের একমাত্র ছেলে মোঃ রেদওয়ান ইসলাম হামজা লন্ডনের সেন্টপুলসউয়ে ট্রাস্ট স্কুল এন্ড কলেজ থেকে GCSES পরীক্ষায় কৃতিত্বের সাথে ভালো রেজাল্ট পেয়ে পাস করেছে | 1A**2A* 5A 2B সবার নিকট তার ছেলের জন্য দোয়া চেয়েছেন ।

ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থী তানহিদ রহমান ইংল্যান্ডের ইলফোর্ড এলাকার বেল হাই স্কুল থেকে এবার জি সি এস ইতে ইংরেজি, বিজ্ঞান, অংকসহ অন্যান্য ১০টি বিষয়ে ডাবল এ ষ্টার (৯) এবং কম্পিউটার সাইন্সে এ ষ্টার (৮) পেয়ে ব্রিটিশ বাংলাদেশী কমিনিটির মুখ উজ্জ্বল করেছে ।
তানহিদ রহমানের এই অসাধারণ ফলাফলের জন্য তার পিতামাতা, আত্নীয় স্বজন ও স্কুলের শিক্ষকবৃন্দ তাকে অভিনন্দিত করেন।

একাউন্টেন্ট রাজিব বাসিত ও রয়েল ব্যাংক অফ স্কটল্যান্ডে কর্মরত সাবেক সিনিয়র ফাইনান্সিয়াল এডভাইসার সৈয়দা ফাহমিনা রাজিবের প্রথম পুত্র তাজওয়ার রাজিব এবারের জিসিএসই পরীক্ষায় টপ সেটে ১০টি সাবজেক্টে A**ও ১টি A* স্টার পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে।

ইতালী থেকে আসা হাফিজুর রহমানের মেয়ে নূরেন রহমান বাংলায় এ ডাবলস্টার সহ সব গুলি বিষয়ে অনন্য সাফল্য দেখিয়েছে।

এছাড়া ও ব্রিটেনের প্রায় সব স্কুল গুলিতেই বাংলাদেশী শিক্ষার্থীরা অনন্য সাফল্যের সাথে জিসিএসইতে পাশ করে ব্রিটেন ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন।

করোনাভাইরস মহামারির কারনে চলতি বছর জিসিএসসির সকল পরীক্ষা বাতিল হলেও শিক্ষকদের দেওয়া প্রত্যাশিত গ্রেডের উপর ভিত্তি করেই চুড়ান্ত ফলাফল প্রকাশ করেছে এক্সাম বোর্ড।

২০২০ সালের জিসিএসই পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীরা যেমন খুশি তেমন খুশি স্কুলের শিক্ষকরা। অভিবাবকরা আনন্দিত সন্তানের ভালো ফলাফলে।

Advertisement