ব্রিটেনে প্রথমসারির সব বিদেশী কর্মকর্তা-কর্মচারির ভিসার মেয়াদ বৃদ্ধির আহ্বান

ব্রিটবাংলা ডেস্ক : ব্রিটেনে প্রথমসারিতে কর্মরত সব বিদেশী নাগরিকের ভিসার মেয়াদ বৃদ্ধির জন্যে হোম সেক্রেটারী প্রীতি পাটেলের প্রতি আহ্বান জানিয়েছে দ্যা জয়েন্ট কাউন্সিল ফর দ্যা ওয়েলফেয়ার অব মাইগ্র্যান্টস।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হবার পর গত মার্চে প্রথমসারির বিদেশী ওয়ার্কারদের এক বছরের জন্য ফ্রি ভিসার মেয়াদ বৃদ্ধির ঘোষনা দিয়েছিলেন হোম সেক্রেটারী। ৩১শে মার্চ থেকে ১লা অক্টোবরের ভেতরে যাদের ভিসার মেয়াদ শেষ হবে তাদেরকে বিনা ফিতে আগামী এক বছরের ভিসার মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়। তবে তা ছিল শুধুমাত্র এনএইচএস ডক্টর, নার্স এবং কেয়ার ওয়ার্কার এবং প্যারামেডিকদের জন্য। কিন্তু এর বাইরে বিদেশী ওয়ার্কারদের বিশাল একটি দল এনএইচএস এবং কেয়ার সেক্টরে কাজ করছে, তাদেরকে এই তালিকায় অন্তর্ভুক্ত করতে আহ্বান জানিয়েছেন দ্যা জয়েন্ট কাউন্সিল ফর দ্যা ওয়েলফেয়ার অব মাইগ্র্যান্টসের চীফ এক্সিকিউটিভ শাথবির সিং।

এনএইচএস এবং কেয়ার সেক্টরে ক্লিনার এব কিচেন পোর্টার হিসেবে কর্মরত বিদেশী নাগরিকরা হোম সেক্রেটারীর ফ্রি ভিসা বৃদ্ধির আওতার বাইরে। এই করোনা সংকটের মাঝেও তাদেরকে হাজার পাউন্ড খরচ করে ভিসার মেয়াদ বৃদ্ধির জন্যে আবেদন করতে হচ্ছে। তাদের জন্যে ফ্রি ভিসার মেয়াদ বৃদ্ধির আহ্বান জানিয়েছে দ্যা জয়েন্ট কাউন্সিল ফর দ্যা ওয়েলফেয়ার অব মাইগ্র্যান্টস।

এদিকে বুধবার টেন ডাউনিং স্ট্রীটের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে, গত চব্বিশ ঘন্টায় ব্রিটেনে করোনা ভাইরাসে আরো ৪৯৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ব্রিটেনে সর্বমোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৩ হাজার ১শ ৮৬।

 

Advertisement