ব্রেক্সিটের পর ইইউর সিঙ্গেল মার্কেটে অবস্থান নিয়ে বিভক্ত লেবার : Brexit: Jeremy Corbyn urges caution on single market

ব্রিটবাংলা রিপোর্ট : ব্রেক্সিটের পর সিঙ্গেল মার্কেটে ইউকের থাকা, না থাকা নিয়ে বিভক্তি দেখা দিয়েছে লেবার পার্টির ভেতরে। ব্রেক্সিটের সঙ্গে সঙ্গে ইইউর সিঙ্গেল মার্কেট ত্যাগের পক্ষে লেবার লিডার জেরেমি করবিন। তবে এর বিপক্ষে অবস্থান নিয়েছেন দলের প্রায় ৪০ জন সিনিয়র এমপি। লেবার লিডার জেরেমি করবিনের একনিষ্ঠ সমর্থকরাও সিঙ্গেল মার্কেটে থাকার পক্ষে কথা বলছেন।

সমুদ্রতীবর্তী ব্রাইটনে রোববার ব্রেক্সিট বিরোধী বিশাল র‌্যালি করেছেন লেবার এবং করবিন সমর্থকরা। অন্যদিকে হোটেলের ভেতরে চলছিল লেবার কনফারেন্স।

এদিকে রোববার সকালে এন্ড্রো মার শোতে কথা বলেন, লেবার লিডার জেরেমি করবিন। কনফারেন্সে ব্রেক্সিট নিয়ে বিভক্তির জায়গা নয় বলে উল্লেখ করেন লেবার লিডার। তিনি স্বপ্ন দেখছেন দলকে ক্ষমতায় নিয়ে যাওয়ার। লেবার লিডার বলেন, ইইউ সিঙ্গেল মার্কেটে ইউকের অবস্থানের ব্যাপারে তিনি নিশ্চয় লেবার সদস্য এবং সমর্থকদের কথা শুনবেন। কিন্তু সিঙ্গেল মার্কেটে থাকার ফলে চাকুরী এবং বিনিয়োগ রক্ষায় সরকারের অবস্থান দুর্বল হয়ে যেতে পারে বলে সতর্ক করেন তিনি।
গত ৮ জুনের নির্বাচনে অপ্রত্যাশিতভাবে ভালো ফলাফল করে লেবার। এর মাধ্যমে মূলত দলের ভেতরে লিডার হিসেবে জেরেমি করবিনের অবস্থান আরো মজবুত হয়। আপতত দলের ভেতরে তাঁর লিডারশীপ নিয়ে কোনো ধরনের বিরোধী বা দ্বন্দ্ব নেই। তবে ব্রেক্সিটের পর ইইউর সিঙ্গেল মার্কেটে ইউকের অবস্থান নিয়ে দলীয় এমপিদের বিরোধীতার মুখে পড়েছেন তিনি।
দলের প্রায় ৪০ জন সিনিয়র এমপি এক চিঠির মাধ্যমে ব্রেক্সিটের পর সিঙ্গেল মার্কেটে ইউকের থাকার পক্ষে কথা বলতে লেবার লিডারকে চাপ দিয়েছেন।
অন্যদিকে তৃনমূল পর্যায়েও ব্যাপক জনপ্রিয়তা আছে লেবার লিডার জেরেমি করবিনের। তবে সিঙ্গেল মার্কেট ইস্যুতে তৃনমূল পর্যায়ের একনিষ্ঠ সমর্থকরাও চাচ্ছেন প্রথমত ব্রেক্সিট বন্ধ করতে। আর তাদের দ্বিতীয় দাবী হল, ব্রেক্সিট হলেও ইউপোরিয় ইউনিয়নের সিঙ্গেল মার্কেটে থাকতে হবে। না হলে অর্থনৈতিকভাবে ইউকের অবস্থান আরো দুর্বল হয়ে যাবে।

Brexit: Jeremy Corbyn urges caution on single market

Jeremy Corbyn has promised to listen to Labour members’ calls to keep the UK in the EU single market – but warned it could hamper the government’s ability to protect jobs and invest in industry.

The Labour leader said EU restrictions on state aid and pressure to privatise sectors like rail could cause problems.

He also predicted “a lot” of people would continue to come from the EU to work in the UK after Brexit.

Mr Corbyn was speaking on day one of the Labour conference in Brighton.

Boosted by Labour’s better-than-forecast general election result in June, he told the BBC’s Andrew Marr Show he wanted 10 years in office to implement Labour’s agenda, saying at least two electoral terms would be needed to address challenges on housebuilding and inequality.

More than 40 senior party figures signed an open letter to the Observer urging Mr Corbyn to commit to remaining in the European single market and customs union after Brexit.

But delegates in Brighton have rejected demands from a number of constituencies for a vote on single market membership during the conference.

Labour has already said it would keep the UK in both agreements during a transitional period.

Theresa May has suggested a two-year timeframe for a transition period, but Mr Corbyn said Labour’s version would last “as long as necessary”.

It is “impossible” to say at this stage how long it would be, he argued.

Mr Corbyn wants to return a number of key industries, including the railways, to public ownership, but says EU competition laws present significant obstacles to that.

One of the signatories to the letter, former minister Ben Bradshaw, told BBC News remaining in the market was “the only place we can sensibly be if we want to save the economy, end austerity and pursue the sort of vision of Britain that Jeremy Corbyn says he wants”.

The customs union is the EU’s tariff-free trading area, which imposes the same taxes on imports from certain countries outside the union.

The single market also includes the free movement of goods, services, capital and people.

Advertisement