ব্রিট বাংলা ডেস্ক :: নাটোরের বড়াইগ্রামে সাত্তার মোল্লা (৬৫) নামের নিখোঁজ এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের ভবানীপুর পাবনাপাড়া খেসারীর বিল থেকে এই লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত বৃদ্ধ উপজেলার মাঝগ্রাম দক্ষিনপাড়া গ্রামের মৃত সেফাত মোল্লার ছেলে। তিনি গত ১০ দিন যাবত নিখোঁজ ছিলেন।
বৃদ্ধের পারিবার সুত্রে জানা যায়, গত ১৫ ডিসেম্বর বিকেলে স্থানীয় বাজারে চা খেতে গিয়ে নিখোঁজ হন সাত্তার মোল্লা। অনেক খোজাখুঁজি করে না পেয়ে তিন দিন পর থানায় জিডি করেন বৃদ্ধর ছেলে আমির মোল্লা।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রেই ইনচার্জ ইন্সপেক্টর তৌহিদুল ইসলাম জানান, সন্ধায় শাকিল নামে এক কিশোর বিলে নিজেদের হাঁস খুজতে গিয়ে বৃদ্ধের লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ধান কাটা জমিতে কাদা পানির ভিতরে পরে ছিল লাশটি।
ধারণা করা হচ্ছে বেশ কয়েকদির আগে থেকে লাশটি সেখানে পড়েছিল। লাশের পচন ধরেছে।
তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর রহস্য উদঘাটন করা সম্ভব হবে।