শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের ৫৫১তম জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে ভারতে চলা কৃষক আন্দোলন নিয়ে নিজের বক্তব্য রাখেন কানাডার প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, ভারতে নয়া কৃষি আইনের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে তার পুরোভাগে আছেন পঞ্জাবের কৃষকরা, যাদের অনেকেই শিখ ধর্মালম্বী। অন্যদিকে কানাডাতে বৃহৎ সংখ্যক শিখ ধর্মের মানুষ বসবাস করেন। গুরুপর্বের অনুষ্ঠানের শুরুতেই ট্রুডো বলেন, ভারতে যে কৃষক আন্দোলনের খবর উঠে আসছে, সেটার কথা না বললেই নয়। পরিস্থিতি খুব উদ্বেগজনক, বন্ধু ও আত্মীয়দের কথা ভেবে আমরা চিন্তিত।
কানাডায় পঞ্জাবের মানুষদের কথা মাথায় রেখে তিনি বলেন, তার দেশে শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার সর্বদা রক্ষিত হবে। আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করা সম্ভব ও তাদের উদ্বেগের কথা যে ভারতকে অনেক ভাবে বুঝিয়ে বলা হয়েছে, সেটাও স্পষ্ট করে দেন এই উদারপন্থী নেতা। এর আগে কানাডার অন্যান্য নেতাও বিক্ষোভরত শিখদের সমর্থনে বিবৃতি দেন।