ব্রিট বাংলা ডেস্ক :: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর মাঠে গড়িয়েছে শুক্রবার। আজ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। বিকাল পাঁচটায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ওয়ান ও জিটিভি।
নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে ভারত। টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বাংলাদেশর পরিসংখ্যান খুব একটা ভালো নয়। ৯ ম্যাচে মাত্র ২ জয় টাইগ্রেসদের। তবে সর্বশেষ দুইবারের দেখায় জয়ী দলের নাম বাংলাদেশ। ২০১৮ টি-টোয়েন্টি এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে প্রথম জয় পায় বাংলাদেশ। ফাইনালে ভারতকে দ্বিতীয়বার হারিয়ে শিরোপা জেতে জাহানারা-সালমারা।
সে আত্মবিশ্বাস নিয়েই আজ মাঠে নামবে সালমা খাতুনের দল।
বিশ্বকাপের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৫ রানে জয় পায় বাংলাদেশ।
Advertisement