ভারতের সাবেক রাষ্টপতি প্রণব মুখার্জির মৃত্যুতে যুক্তরাজ্য জাসদের শোক

ভারতের সাবেক রাষ্ট্রপতি, ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি, ভারতীয় রাজনীতির অভিভাবকতুল্য রাজনীতিক, বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের অকৃত্রিম ও মহান বন্ধু প্রণব মুখার্জির মৃত্যুতে যুক্তরাজ্য জাসদের পক্ষ থেকে সভাপতি এডভোকেট হারুনুর রশীদ এবং সাধারন সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলু গভীর শোক প্রকাশ করেছেন।
যুক্তরাজ্য জাসদ নেতৃবৃন্দ এক যৌথ শোক বার্তায় বলেন, সদ্য প্রয়াত প্রণব মুখার্জি শুধু ভারতের সাবেক রাষ্টপতিই ছিলেন না, তিনি ছিল্নে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের অকৃতিম বন্ধু । বাংলাদেশের জাতীয় মুক্তিযুদ্ধেও তাঁর গুরুত্বপুর্ন অবদান ছিল । নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবার, স্বজন এবং রাজনৈতিক সহকর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ।

Advertisement