ভারতে নির্বাচনে প্রার্থীরা বেশি ব্যয় করতে পারবেন, কমিশনের অনুমোদন

ব্রিট বাংলা ডেস্ক :: আসন্ন বিধানসভা নির্বাচনে রাজনৈতিক দলের প্রার্থীরা বেশি খরচ করতে পারবেন। ভারতের নির্বাচন কমিশন এই মর্মে অনুমোদন দিয়েছে। আগে এক এক জন প্রার্থী ভোট প্রচারের জন্য ২৮ লাখ টাকা খরচ করতে পারতেন। এখন তা ১০ শতাংশ বাড়ানো হয়েছে। অর্থাৎ প্রার্থী পিছু ২ লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত বেড়ে খরচ করার সীমারেখা হয়েছে ৩০ লাখ ৮০ হাজার টাকা। এই ব্যয়ের মধ্যে প্রচারের জন্য ফেস্টুন, হোর্ডিং, গাড়ির খরচ, জনসভা আয়োজন, অফিস চালানো, খাওয়া দাওয়া এই সব আছে। নির্বাচন কমিশন জানিয়েছে, কোভিড পরিস্থিতির কথা ভেবে এই ব্যয় বরাদ্দ বাড়ানো হয়েছে। জানানো হয়েছে প্রার্থীদের চার্টার্ড একাউন্টেন্ট স্বাক্ষরিত ব্যয়ের হিসেব কমিশনকে জানাতে হবে।

কেউ বরাদ্দের বেশি ব্যয় করতে পারবেন না। তারকা প্রচারকদের তালিকা আগে কমিশনে জমা দিতে হবে। নিরাপত্তা জনিত কারণে কমিশন প্রচারে কপ্টার ব্যবহার করতে দিতে পারে। কিন্তু, সেই অনুমোদন আগে নিতে হবে। প্রতিটি প্রার্থীকে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক এর ব্যবস্থা করতে হবে প্রচারের জন্যে।

Advertisement