ভয়াবহ অভিজ্ঞতায় রুক্মিণী

‘পাসওয়ার্ড’ চলচ্চিত্রের শুটিংয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখী হয়েছেন অভিনেত্রী রুক্মিণী। শুটিংয়ে ৬০টি ইঁদুর তার গায়ে ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি। রুক্মিণী বলেন, চিত্রনাট্যে ছিল আমার গায়ে ইঁদুর ছাড়া হবে। আমি ভেবেছিলাম এটা হয়ত গ্রাফিক্সে হবে। কিন্তু আমি সেটে গেলাম, হঠাৎ দেখি কমলদা (ছবির নির্মাতা কমলেশ্বর মুখোপাধ্যায়) আমায় দুটো ইনজেকশন দিল। আমি প্রশ্ন করলাম, এটা কী হচ্ছে? বলল অ্যান্টি র‌্যাবিট ইনজেকশন। বললাম, মানে? তারপর দেখি ৬০টা সাদা ইঁদুর আমার গায়ে ছেড়ে দেওয়া হল। আমি তো চেঁচাচ্ছি। ওরা শট নিয়ে যাচ্ছে। সে তো ইঁদুরের কামড় নিয়ে, রক্ত নিয়ে বাড়ি গেছি। মা তো চেঁচাচ্ছে। বলছে, আর ছবি করার দরকার নেই। এসব কী হচ্ছে? (হাসি) রুক্মিণী আরও বলেন, এই দৃশ্যটা যদিও সিনেমায় রাখতে পারছি না। কারণ, অ্যানিম্যাল রাইটস এর সার্টিফিকেট পেতে যত দিন লাগবে ততদিন ছবিটি মুক্তি পেয়ে যাবে। তবে কোনওদিন এই দৃশ্যটা ‘বিহাইন্ড দ্যা সিন’ হিসাবে আমি নিশ্চয় আপলোড করব। আগামী ২ অক্টোবর টলিউডে মুক্তি পাচ্ছে ‘পাসওয়ার্ড’ চলচ্চিত্রটি। তারকাবহুল এ ছবিতে রুক্মিণী ছাড়া আরও অভিনয় করেছেন দেব, পরম চট্টপাধ্যায় ও পাওলি দাম।

Advertisement