ইস্টার সানডের বিকেল চারটার দিকে ওয়েস্ট মিডল্যান্ডসের ব্রাউনহিলসে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সাদা রংঙের একটি বিএমডব্লিউ গাড়ির সঙ্গে সাদা রঙের একটি ফর্ড গাড়ির সংঘর্ষের পর বিএমডব্লিউ গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে ফুটপাতের উপর উঠে যায়। এ সময় দু সপ্তাহের এক শিশুকে পুশ চেয়ারে করে এক পথচারি হেঁটে যাচ্ছিলেন। বিএমডব্লিউ গাড়িটি ফুটপাতের উপর উঠে পুশচেয়ারটিকে নিয়ে দেয়ালে চাপা দেয়। তাতে দু সপ্তাহ বয়সী শিশুটি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। হাসপাতালের নেওয়ার পর সে মৃত্যুবরন করে। পুশ চেয়ার ঠেলছিলেন শিশুটির এক আত্মীয়। তিনিও ঘাড়ে আঘাত পেয়েছেন বলে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে।
পুলিশ এসে বিএমডব্লিউর চালককে গাড়িতে পায়নি। তবে কিছুক্ষন পরেই ব্লকসুইচ এলাকা থেকে ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে শিশু হত্যার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে তাকে পুলিশী হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী এবং কেউ তাৎক্ষনিকভাবে ছবি তুলে থাকলে বা ভিডিও ফুটেজ ধারণ করলে তথ্য এবং ছবি বা ফুটেজ দিয়ে তদন্তে সহযোগিতার আহ্বান জানিয়েছে পুলিশ।