মানুষ মানুষের জন্য একটু সহানুভূতির আশায়
মেধাবী শিক্ষার্থী দরিদ্র পরিবারের একমাত্র উপার্জন কারী প্রায় প্যারালাইস হয়ে জিবিএস ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসাইন হাসপাতালে৷
বাংলাদেশের চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা, ইসমাইল হোসেন, গ্রাম কুচিয়ামোরা বাসিন্দা, চট্টগ্রাম ভার্সিটিতে ইকনোমিক্স এ অধ্যায়নরত ছাত্র সুস্থ হয়ে উঠতে চায় ৷
এর জন্য প্রয়োজন ১৫ লক্ষ টাকা ৷তার চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংস্হ্যা জাষ্টহেল্প ফাউন্ডেশন এর চেয়ারম্যান সাংবাদিক মিজানুর রহমান মিজান ৷
সাহায্য পাঠানো যাবে সাহায্যপ্রার্থীরপক্ষে তার জেলার বাসিন্দারএকাউন্টে ৷
যুক্তরাজ্য হাইড বসবাসরত লাভলু কাদের তার অভিবাহক হিসাবে দায়িত্বপালন করছেন।
সাহায্য পাঠানো বা ব্যক্তিগত যোগাযোগের জন্য ফোন ও একাউন্ট নাম্বার
07594 285804 (Lavlu QAder)
Lavlu Qader: Barclays Bank,
Short code-20-02-77: Account -03097781
এ ছাড়া বিকাশ করা যাবে মোহাম্মদ ফরহাদ হোসেন:01823758475 আব্দুল আলীম মামুদ:01978700102
শাখাওয়াত হোসেন, সঞ্চয়ী হিসাব নং: 13504 ইসলামী ব্যাংক সন্দ্বীপ শাখা ৷
Advertisement