মার্কিন নাগরিকদের বাগদাদ ছাড়ার নির্দেশ

ব্রিট বাংলা ডেস্ক :: ইরানের নিহত কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি ও অন্যদের মৃতদেহ নিয়ে ইরাকের রাজধানী বাগদাদে আজ শনিবার শোকর‌্যালি হওয়ার কথা। এতে কয়েক লাখ মানুষের সমাবেশ ঘটতে পারে। এমন অবস্থায় ওই শহর ছাড়তে নিজ দেশের নাগরিকদের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখত রাভানছি কড়া ভাষায় শনিবার জানিয়ে দিয়েছেন, জবাব না দিয়ে সোলাইমানি হত্যার বিষয় ছেড়ে দেয়া হবে না। তিনি বলেছেন, এর প্রতিশোধ হবে ভয়াবহ। কোথায়, কিভাবে, কখন এই প্রতিশোধ নেয়া হবে সে সিদ্ধান্ত নেবে ইরান। এ খবর দিয়েছে বৃটেনের অনলাইন গার্ডিয়ান।

বাগদাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ইরাজ মাসজেদি ইরানের রাষ্ট্রীয় মিডিয়াকে বলেছেন, আজকের শোকর‌্যালি হবে নিহত সোলাইমান, আবু মাহদি আল মাহানদিস ও অন্যদের মৃতদেহ নিয়ে।

জনশোকর‌্যালিতে উপস্থিত থাকতে চেয়েছেন ইরাকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি। পবিত্র শহর কারবালা ও নাজাফ থেকে শুরু হওয়ার কথা এই শোকর‌্যালি। এরপর সোলাইমানির মৃতদেহ রোববার সকালে তুলে দেয়ার কথা রয়েছে ইরানের হাতে। সেখানে রাজধানী তেহরানে সোলাইমানির নামাজে জানাজা পড়াবেন ইরানের সুপ্রিম নেতা আলী খামেনি। তারপর তাকে দাফন করা হবে নিজের শহর কেরমানে।

Advertisement