আহাদ চৌধুরী বাবু
মাহি ফেরদৌস জলিলের সাথে আজ একটি ভেজিটেবল স্টলে দেখা হলো
কিতা ভাই ভালা নি ?কইলাম ভাই ভালা আছি।
তারপর বললাম যারা বিনা কাগজের মানুষ ইলিগ্যাল অবস্থায় বড় কষ্টে আছেন তাদের জন্য আপনার পরিকল্পনা কি ?
তিনি আশাবাদী হয়ে বললেন আমাদের এমপি রুশনারা আলী চেষ্টা করছেন আপনারা সাহায্যে করেন পিটিশনে সিগনেচারে ।
তিনি বললেন চ্যানেল এস একটি সংগঠনের সাহায্য নিয়ে ফান্ড রেইজিং করবে তিনি নিজে বিশ হাজার পাউন্ড দিবেন বাদ বাকি কমিউনিটির মানুষদের সহয়তায় একশত হাজার পাউন্ডের তহবিল গঠন করা হবে।
শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করলাম মানুষটির প্রতি ! অসহায় ইলিগ্যাল মানুষদের জন্য আশার আলো হয়ে এই মানুষটির সাহসী বার্তা আমাকে
স্বপ্ন দেখালো !!
অনেকে বলেন এবং আমার গত পর্বের লেখার সূত্র ধরে তিনি বিতর্কিত !আমি বলি আমি তারই গুন গাই যে কাজ করে মানুষের !
পুরনো লিংক
https://britbangla24.com/news/103048/
(আহাদ চৌধুরী বাবু নির্বাহী সম্পাদক ব্রিটবাংলা )