মির্জাপুরে ৪৯ বছর পর নির্মিত হল শহীদদের স্মরণে স্মৃতিসৌধ

ব্রিট বাংলা ডেস্ক : ৭১’ এর ২৫ মার্চ কালরাতের পর ৯ দিনের মাথায় ৩ এপ্রিল ঢাকার বাইরে টাঙ্গাইলের মির্জাপুরে গোড়ান-সাটিয়াচড়া এলাকায় পাক বাহিনীর সঙ্গে কঠোর প্রতিরোধ যুদ্ধ সংঘটিত হয়।

এতে ৩১ জন ইপিআরসহ ১০৭ জন বাঙালি শহীদ হন। এছাড়া ওই প্রতিরোধ যুদ্ধে তিন শতাধিক পাকসেনা হতাহত হয়। দীর্ঘ ৪৯ বছর পর গোড়ান-সাটিয়াচড়ায় শহীদ স্মরণে নির্মিত হয়েছে স্মৃতিসৌধ।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ প্রকল্পের আওতায় এ স্মৃতিসৌধটি নির্মিত হয়েছে বলে মির্জাপুর উপজেলা প্রকৌশল মো.আরিফুর রহমান জানিয়েছে।

স্বাধীনতার ৪৯ বছর পর ঢাকার বাইরে প্রথম প্রতিরোধ যুদ্ধের শহীদ স্মরণে এ স্মৃতিসৌধ নির্মিত হয়েছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ প্রকল্পের অধীনে ২০১৯-২০২০ অর্থবছরে ৩৩ লাখ ২১ হাজার ৪০০ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর স্মৃতিসৌধটি নির্মাণ করে। এতে স্থানীয় মুক্তিযোদ্ধাসহ এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, এবছর করোনা মহামারির কারণে প্রথম প্রতিরোধ যুদ্ধের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে শুধু পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মো.সিদ্দিকুর রহমান বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে শহীদের স্মরণে স্মৃতিসৌধ নির্মিত হওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Advertisement