বিলেতের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা , প্রবীণ কমিউনিটি নেতা আলী ইসমাইল দীর্ঘদিন থেকে বার্ধক্য জনিত বিভিন্ন রোগে অসুস্থ ।
অসুস্থার খবর শুনে বামিংহামস্থ নিজ বাড়ীতে দেখতে যান বামিংহাম বাংলা প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট রেডিও ব্যাক্তিত্ব মোস্তফা চৌধুরী যুবরাজ ,দেশভেঞ্চারার্সের চেয়ারম্যান এডভোকেট তোফায়েল তালুকদার ।
তারা আলী ইসলামের পাশে অনেক সময় কাটান এবং তার অসুস্থার সাবির্ক খোজ খবর দেন।
এসময় এ প্রবীণ মুক্তিযোদ্ধা তার আশু রোগমুক্তির দোয়া করার জন্য কমিউনিটির সকলের কাছে অনুরোধ জানান ।
Advertisement