মুজিবনগর দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আলোচনা সভা

ব্রিট বাংলা ডেস্ক : ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এ উপলক্ষে স্থানীয় সময় বুধবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের মেজবান রেস্টুরেন্টে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র সফররত নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিক। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম সেলিম।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মাহবুবুর হমান, সৈয়দ বশারত আলী, লুৎফুল কবীর, আবুল কাশেম, শামসুদ্দিন আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, প্রচার সম্পাদক হাজী এনাম, প্রবাসীকল্যাণ সম্পাদক সোলায়মান আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, কার্যকরী সদস্য শাহানারা রহমান, খোরশেদ খন্দকার, আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন, আতাউল গণি আসাদ, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা সাখাওয়াত বিশ্বাস, যুবলীগ নেতা নান্টু মিয়া, মহিলা আওয়ামী লীগের নেত্রী নূরুন্নাহার গিনি প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা মুজিবনগর সরকারের তাৎপর্য উল্লেখ করে বলেন, দিবসটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন।
Advertisement