আলোচিত মুফতি কাজী ইব্রাহিমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার (২৭ সেপ্টেম্বর) গভীর রাতে ডিবির একটি বিশেষ দল মোহাম্মদপুর থেকে কলেজ রোডের বাসা থেকে তাকে আটক করে।মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, মুফতি কাজী ইব্রাহীমকে আটক করে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কী কারণে তাকে আটক করা হয়েছে জানা যায়নি। ডিসি ফারুক বলেন, জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।এর আগে বাসায় ডিবি পুলিশের উপস্থিতির খবরে ফেসবুক লাইভে এসে মুফতি ইব্রাহিম অভিযোগ করেন, তার বাসা ‘র’ এর এজেন্ট ‘গুণ্ডা ডিবি পুলিশ’ ঘেরাও করেছে। তিনি ২০ মিনিটের বেশি সময় লাইভে কথা বলেন।
Advertisement