ব্রিট বাংলা ডেস্ক :: মুম্বাই হামলার মাস্টারমাইন্ড ও জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সাইদের বিরুদ্ধে তেমন কোনো কড়া ব্যবস্থাই নেয়নি পাকিস্তান।
জঙ্গি অর্থায়নের আন্তর্জাতিক নজরদারি ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্স বলছে, পাকিস্তান আসলে লোক দেখানো গৃহবন্দি করলেও তার বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেয়নি। খবর জি নিউজের।
লস্কর, জামাত-উদ-দাওয়ার বিরুদ্ধে যে ধরনের পদক্ষেপ করার প্রয়োজন ছিল তা করা হয়নি বলে যে প্রতিবেদন দিয়েছে সংস্থাটি, এতে আন্তর্জাতিক চাপে পড়েছে ইমরান খানের সরকার।
পাকিস্তানের জঙ্গি সংস্থাগুলো কীভাবে টাকা পায় তা সম্প্রতি তদন্ত করে দেখে এফএটিএফ বা ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্স।
সংস্থাটির তদন্ত রিপোর্ট বলেছে, সামান্য কয়েকটি পদক্ষেপ ছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষেদের সিদ্ধান্ত অনুযায়ী কোনো ব্যবস্থাই নেয়নি পাকিস্তান সরকার। বিশেষ করে হাফিজ সাইদের সংগঠন জামাত-উদ-দাওয়া ও ফালাহ-ইনশানিয়তের বিরুদ্ধে তেমন ব্যবস্থা নেয়া হয়নি।
এদিকে অক্টোবরের ১৩-১৮ পর্যন্ত এফএটিএফের বৈঠক বসছে। জঙ্গি মদদের প্রশ্নে ওই বৈঠকে ভারত এবার জোরালো প্রশ্ন তুলতে পারবে পাকিস্তানের বিরুদ্ধে।