ব্রিট বাংলা ডেস্ক :: বার্সেলোনার সঙ্গে ২০ বছরের সম্পর্কের ইতি টানার ঘোষণা দেয়ার পর মেসির নতুন ঠিকানা নিয়ে ফুটবল বিশ্বে জল্পনার শেষ নেই। মেসিকে দলে ভেড়ানোর দৌড়ে সবচেয়ে এগিয়ে ম্যানচেস্টার সিটি। ইংলিশ জায়ান্টরা মেসিকে ইতিহাদে আনার জন্য মহাপরিকল্পনা সাজাচ্ছে বলে খবর প্রকাশ করেছে ইউরোপের সংবাদমাধ্যম। তবে আবেগ যেন বাঁধ মানছে না আর্জেন্টাইনদের। বিশেষত মেসির জন্মস্থান রোজারিও বাসীর। তারা চাইছেন, মেসি তার ক্যারিয়ার শেষ করুক ছোটবেলার ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজে। সেজন্য তারা বিশাল রোড শো’ও করেছে। এবার তাদের সঙ্গে সুর মেলালেন আর্জেন্টিনা প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।
তিনি মেসিকে ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ ম্যাচগুলো খেলার আহবান জানিয়েছেন।
এক টেলিভিশন সাক্ষাৎকারে আর্জেন্টিনা প্রেসিডেন্ট বলেন, ‘তুমি আমাদের সবার হৃদয়ে আছো। কিন্তু আমরা কখনো আমাদের দেশের মাটিতে তোমার খেলা দেখিনি (ক্লাবের হয়ে)। আমাদেরকে এই সুযোগটা দাও। তুমি ফিরে এসো নিউয়েলসে, যেটা তোমারই ক্লাব। আমাদেরকে তোমার ক্যারিয়ারের বাকি ম্যাচগুলো গ্যালারিতে বসে দেখতে দাও।’