ব্রিটবাংলা ডেস্কঃহাউজিং, এডুক্যাশন, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে পিপুলএলায়্যন্স ফর টাওয়ারহ্যামলেটস-এর মেয়র প্রার্থী কাউন্সিলার রাবিনা খান নির্বাচনী ইশতেহার ঘোষনা করেছেন।
সোমবার পূর্বলন্ডনের অটরিয়াম হলে আয়োজিত এ জনসভার মাধ্যমে তিনি নির্বাচিত হলে মানুষের হাউজিং সমস্যা সমাধানে মোট ৫ হাজার ঘর নির্মানের প্রতিশ্রুতি দেন। এলাকার উন্নয়নে সেবামূলক নানা কর্মসূচী আবারো ফিরিয়ে আনতে চান।
অনুষ্ঠানে বক্তৃতাকালে রাবিনা খান ২০ হাজার জব ও এপ্রেনটিশিপ তৈরীর আশাবাদ ব্যক্ত করেন। নাইফ ক্রাইম দমনে আবারো ৫০জন পুলিশ ফিরিয়ে আনার কথা জানান। তাকে সমর্থন দিতে এলাকার বাসীন্দা, কমিউনিটির ব্যক্তিত্ব ও সাধারন জনগন উপস্থিত হন। রাবিনা নানামুখী কর্মকান্ডের প্রশংসা করেছেন তারা।
পিপুলএলায়্যন্স ফর টাওয়ারহ্যামলেটস দলের ৩৬জন কাউন্সিলার প্রার্থীর নাম ঘোষনা করে তাদের পরিচয় করিয়ে দেওয়া হয় অনুষ্ঠানে।
কাউন্সিলার আবদুল আসাদের সভাপতিত্বে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। অংশ নেন বিভিন্ন ওয়ার্ডে পিপুল এলায়েন্সের প্রার্থীরা।
এ সময় সেন ট্রিস্ট পার্টির লিডার ডেইবিড বারকার রাবিনা খানকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন।
আরো বক্তব্য রাখেন সাবেক কাউন্সলার ও ডেপুটি লিডার রাজন উদ্দিন জালাল, কমিউনিটি লিডার আতিক মিয়া, মিজবাহ খান, মো: লতিফ, প্রফেসর আহমেদ রেজা, সৈয়দ নাসের জামান, খলা মিয়া, মো: শামসুল হক, মিকি এমব্রোস, কি বেলার্ড, আব্দুল মুকিত, গ্রে রেডিন, রিচেল ভিনচেন্ট, কাজী শাহানারা বেগম প্রমুখ।