মোহন আলী পুনরায় দলের প্রার্থী মনোনীত

ওল্ডহ্যামের বৃটিশ বাংলাদেশীরা যতটা চিন্তা করেন বাংলাদেশের নির্বাচন নিয়ে ঠিক ততটাই উদাসীন থাকেন এ দেশে তার নিজ ওয়ার্ড বা এলাকার নির্বাচনে।

আর এ কারণেই বৃটিশ বাংলাদেশীদের বিশেষ করে তরুণদের অংশ গ্রহণ বাড়ছে না এ অঞ্চলে।

কিন্তু তার মধ্যে ব্যতিক্রম কাউন্সিলর মোহন আলী। তিনি ওল্ডহ্যামের চ্যাডারটন নর্থ ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর।

তিনি আবারও আগামী স্হানীয় নির্বাচনে দলের মনোনয়ন লাভ করেছেন। তার আসনে একাধিক আগ্রহী প্রার্থী থাকায় দলীয়ভাবে ভোটের মাধ্যমে তিনি দ্বিতীয়বারের মতো জনপ্রতিনিধি হওয়ার আশায় আছেন।

উল্লেখ্য যে তিনি লেবার দলের কাউন্সিলর। তবে এখন পর্য্ন্ত অন্য কোন দল তাদের প্রার্থী নির্ধারণ করেনি।

যদিও বরাবরই গ্রীন পার্টি, কনর্জাভেটিভ পার্টি , লিভারেল ডেমোক্রেট তাদের প্রার্থী দিয়ে থাকে ঐ এলাকায়।
এদিকে আরও দুজন প্রার্থী ওল্ডহ্যামের কোল্ডহাষ্ট থেকে জোরে প্রচার শুরু করেছেন।

যদিও নির্বাচনের অনেক দেরি রয়েছে। এদের মধ্যে একজন লেবার দল থেকে ২বার নির্বাচিত ও বর্তমানে স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী মন্তাজ আলী আজাদ, অন্যজন লেবার পার্টি থেকে এ ওয়ার্ডে মনোনয়ন প্রাপ্ত রুজি সুরজান।

যদিও কনর্জাভেটিভ, লিবডেম, গ্রীন দল বা অন্য কোন দল এখনও তাদের প্রার্থী ঘোষণা করেনি তবুও বাঙালী অধ্যুষিত এ এলাকায় ভোটের হাওয়া বেশ জোরেশোরে বইতে শুরু করেছে, তাই অত্র এলাকার জনগন এবার একটি জমজমাট নির্বাচনী লড়াই দেখার প্রত্যাশায় আছেন।

Advertisement