মৌলভীবাজারের শাহবন্দরে ১শ পরিবারকে চ্যানেল এসের পক্ষ থেকে ত্রান প্রদান

মৌলভীবাজারের শাহবন্দর পালকি কমিউনিটি সেন্টারে চ্যানেলে এস এর উদ্যোগে বৃহস্পতির শাহবন্দর এলাকার ১০০টি পরিবারকে রমজান ও করোনাভাইরাসে অসহায় ও কর্মহীন পরিবারের মধ্য ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। উক্ত ত্রাণ বিতরন অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজলুর রহমান-মেয়র মৌলভীবাজার পৌরসভা।

এছাড়াও উপস্থিত ছিলেন নকুল দাশ-এম ডি ইশিতা মিডিয়া ও চ্যানেল এস এর প্রডাকশন হাউজ মৌলভীবাজার, খালেদ চৌধরী – বার্তা প্রধান চ্যানেলে এস মৌলভীবাজার, জুবায়ের আহমদ জুবের সাবেক সভাপতি শাযুস, শাহ মোহাম্মদ রাজুল আলী-সভাপতি শাযুস, আতাউর রহমান ইকতিয়ার সাধারন সম্পাদক শাযুস, ফজলে রাব্বি দিপ সহ সাধারন সম্পাদক শাযুস, আব্দুস সোবহান চৌধরী জিহান সাংগঠনিক সম্পাদক শাযুস, ফরিদুল ইসলাম ফরাজ অর্থ সম্পাদক শাযুস, মনজুরুল আলম তপু দপ্তর সম্পাদক শাযুস।

Advertisement