সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজের পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিছুক্ষণ আগেই এক ঘোষণায় তথ্যটি নিশ্চিত করেছে ম্যানইউ।এক টুইট বার্তায় তারা জানিয়েছে, ‘ঘরে’ ফিরে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো।ম্যানইউর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে আসতে জুভেন্টাসের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে পেরে ম্যানচেস্টার ইউনাইটেড আনন্দিত। ব্যক্তিগত শর্তাবলী, ভিসা এবং চিকিৎসা চুক্তির সাপেক্ষে।ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রাথমিক ক্যারিয়ারে রোনালদো ২৯২টি ম্যাচে ১১৮ গোল করেছিলেন। ম্যানচেস্টারে ফিরে আসায় ক্লাবের সবাই তাকে অভিনন্দন জানাতে অপেক্ষা করছে। বিবৃতিতে উল্লেখ করা হয়।এক টুইট বার্তায় স্কাই স্পোর্টসের সাংবাদিক ও ফুটবলারদের ট্রান্সফার বিষয়ক বিশেষজ্ঞ ফেবরিজোও রোমানো জানান, রোনালদোর স্থানান্তর নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। ক্রিশ্চিয়ানো ম্যানইউর চুক্তির প্রস্তাব গ্রহণ করেছেন। শিগগিরই তার মেডিক্যাল প্রক্রিয়া সম্পন্ন হবে।
ম্যানইউতে রোনালদো, চুক্তি সম্পন্ন
Advertisement