যুক্তরাজ্যে শনিবার ২৯ জানুয়ারী বিভিন্ন এলাকায় আঘাত হানে ঝড় ‘মালিক’। আর ঝড়ে একজন শিশু ও একজন বৃদ্ধ প্রাণ হারায়। একই সাথে দেশটির বিভিন্ন এলাকায় প্রায় ১ লাখ ৩০ হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পরেছে। যা আগামী সপ্তাহ নাগাদও ঠিক করা সম্ভব নয় বলে এরই মধ্যে জানানো হয়েছে। একই সাথে রবিবার ও সোমবারও ঝড়ের সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস।বিবিসির দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, ঝড় মালিকের কারনে নয় বছরের একটি শিশু ও ৬০ বছরের একজন নারী প্রাণ হারিয়েছে। মূলত গাছ পরে এই দুই জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য পুলিশ।আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে, ঝড় মালিকের কারনে শনিবার স্কটল্যান্ডে বাতাসের গতিবেগ সর্বোচ্চ ১৪৭ কিলোমিটার হয়।এদিকে স্কটল্যান্ডের ফাস্ট মিনিস্টার নিকোলা স্টারজন জানান, শনিবার স্কটল্যান্ডের বিভিন্ন এলাকায় ঝড় মালিক আঘাত হেনেছে। যার প্রভাব বরিবার বিকেল পর্যন্ত থাকতে পারে। তাই সবাইকে সতর্ক হতে হবে। বিশেষ করে হাইল্যান্ড, গ্রামপেইন এবং টেসাইড এলাকাগুলোর মানুষদের বেশি সতর্ক হতে হবে।
অন্যদিকে বর্তমানে যুক্তরাজ্যে প্রায় ১ লাখ ৩০ হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। যার মধ্যে প্রায় ৪৮ হাজার যুক্তরাজ্যের নর্দান এলাকায়, ৭৮ হাজার নর্দামবারল্যান্ড ও ডারহ্যাম এলাকায়। এছাড়া স্কটিশ এবং সাউদান ইলেক্ট্রিসিটি নেটওয়ার্কের পক্ষ থেকে বলা হয়েছে, ৫২ হাজার ৩০০ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে ।এদিকে স্কাই মেট্রোলজিস্ট জানান, বরিবার বিকেল ও সোমবার সকালে যুক্তরাজ্যের নর্দান ও ওয়েস্টার্ন এলাকায় আবার ঝড় আঘাত হানতে পারে।একই সাথে এই এলাকাগুলোতে ঝড়ের সাথে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।মেট অফিস থেকে বলা হয়েছে, নর্দান স্কটল্যান্ডে বরিবার মানে ৩০ জানুয়ারী রাতে অ্যাম্বার সতর্কতা এবং এই সময় ঘন্টায় ৯০ কিলোমিটার বেগে বাতাস হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই সময় আয়ারল্যান্ডে হলুদ সতর্কতা জারি করা হয়েছ।মেট অফিস থেকে আরও বলা হয়েছে, শুধু আয়ারল্যান্ডই নয়, নরউইচ, ম্যানচেষ্টার, লিভারপুল এলাকা গুলোকেও হলুদ সতর্কতা দেওয়া হয়েছে।