বৃটেনে জাতীয় পার্টির নতুন কমিটি গঠন ও কনফারেন্সকে সফল করতে যুক্তরাজ্য শাখা জাতীয় পার্টির কনভেনিং কমিটির এক জরুরী সভা গেল ১৬ নভেম্বর রাতে পেডিংটনের তাজ মহল রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
যুক্তরাজ্য জাতীয় পার্টির কনভেনার কাউন্সিলার শামসুল ইসলাম সেলিমের সভাপতিত্বে ও সদস্য সচীব সাহেদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দেশব্যাপী সদস্য সংগ্রহ, ও সাংগঠনিক কর্মকান্ড নিয়ে আলোকপাত করেন জাতীয় পার্টির ইউরোপীয়ান কো-অর্ডিনেটর মুজিবুর রহমান মুজিব, জয়েন্ট কনভেনার ও কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট এবাদ হোসেন, ইউকে কনভেনিং কমিটির সদস্য মাসুক আহমদ, জয়নাল উদ্দিন, সায়েফ রহমান, গ্রেটার লন্ডন শাখার কনভেনার আজম আলী, সদস্য সচীব শাহ শাহিদুর রাহমান ও জবলুল ইসলাম লনী প্রমুখ।
সভায় বক্তারা একমত পোষন করে বলেন আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃটেন থেকে যারা নির্বাচনে অংশ নেবেন তাদের বিজয় নিশ্চিত করতে বিশেষ করে সিলেট ৬ আসনের জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট এবাদ হোসেন ও সুনামগঞ্জ-৩ আসনের প্রার্থী শাহ শাহিদুর রাহমানের পক্ষে এখন থেকে প্রচারনা চালানো সহ দেশে বিদেশে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় পার্টির নেতা-কর্মীদের কাজ করার আহবান জানান।
(সংবাদ বিজ্ঞপ্তি)