ব্রিট বাংলা ডেস্ক :: যুক্তরাষ্ট্রে দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্ক আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। ১৫ই অক্টোবর এই বিতর্ক হওয়ার কথা ছিল প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট পদে প্রার্থী জো বাইডেনের মধ্যে। শুক্রবার কমিশন অন প্রেসিডেন্সিয়াল ডিবেটস এক বিবৃতিতে বলেছে, দুই প্রার্থীই বিকল্প পরিকল্পনার প্রস্তাব দিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। করোনা ভাইরাস বিস্তারের ঝুঁকি সর্বনিম্ন পর্যায়ে রাখার জন্য ১৫ই অক্টোবর ভার্চুয়াল বিতর্কের পরিকল্পনা করেছিল কমিশন। এমন অনুরোধ করা হলে প্রেসিডেন্ট তাদের সেই অনুরোধ এড়িয়ে গেছেন। কমিশন বলেছে, তারা এখন তৃতীয় ও চূড়ান্ত বিতর্ক আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করছে। আগামী ২২ শে অক্টোবর এ বিতর্ক টিনেসির নাশভিলে হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে এই কমিশনকে জো বাইডেনের প্রতি পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করেছে ট্রাম্পের প্রচারণা শিবির।
অন্যদিকে বিতর্ক থেকে ডুব দেয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিযুক্ত করছে ডেমোক্রেট শিবির।